১। মোঃ মিজানুর রহমান, ২। মোঃ সাদেকুল ইসলাম
১। নামঃ কৃষি অফিস
২। শিরোনামঃ ১০ ভীমপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবণের ৬ নং কক্ষে ইউনিয়ন কৃষি অফিস এর সকল কার্যক্রম পরিচলিত হয়।
৩। কি সেবা কিভাবে পাবেনঃ যেভাবে সেবা প্রদান করা হয় তা নিম্নরুপঃ
- নতুন নতুন প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে।
- বিভিন্ন প্রকল্প প্রদর্শনী বাস্তবায়ন ও সম্প্রসারনের মাধ্যমে।
- কৃষকের সমস্যা চিহ্নিত করে তার সমাধান/পরামর্ মূলক সেবা প্রদানের মাধ্যমে।
- গ্রাম/পাড়া ভিত্তিক গ্রুপ মিটিং (দলীয় সভা) করার মাধ্যমে।
-
৪। সাধারন তথ্যঃ
- আয়তন : ৩৩৪০ হেঃ
- আবাদী জমির পরিমাণ : ২৮৮০ হেঃ
- কৃষক পরিবার সংখ্যা : ৬০৫০ টি
- ফসল : ধান, গম, আলু,সরিষা,ভুট্টা,পেঁয়াজ,রসুন, কলা এবং বিভিন্ন শাকসবজী।
৫। প্রকল্প সমূহ
- রাজস্ব কর্মসূচী প্রকল্প।
- আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট উৎপাদন,সংরক্ষন ও বিতরণ প্রকল্প।
- NATP-2 প্রকল্প।
- আধুনিক কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প।
- কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও মসলা ,ফসলের বীজ উৎপাদন,সংরক্ষন ও বিতরণ প্রকল্প। ( SME)
- কন্দালজাতীয় ফসল উৎপাদন প্রকল্প।
- তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প।
- অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প।
৬। যোগাযোগ
৭। কর্মকর্তাবৃন্দঃ
৯। সেবা প্রদানের তালিকাঃ
- প্রকল্প বাস্তবায়ন
- গ্রুপ মিটিং/দলীয় আলোচনা
- নতুন নতুন প্রযুক্তি সম্প্রসারণ
- কৃষি প্রনোদনা ও পূর্নবাসন বিতরণ
- প্রদর্শনী স্থাপন
- মাঠ ফসল ও উদ্যান ফসলের বালাই ব্যবস্থাপনা
- কৃষক প্রশিক্ষণ