Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শ্রী শ্রী ভূতনাথ বাবার মন্দির
স্থান
ভীমপুর ইউনিয়নের রানীপুকর মৌজায়।
কিভাবে যাওয়া যায়
ভীমপুর ইউ.পি অফিস থেকে বাস/টেম্পু/ ভ্যান এর মাধ্যমে যাতায়াত করা যায়। ভাড়া যথাক্রমে ৫-১০-১৫ টাকা।
যোগাযোগ

0

বিস্তারিত

প্রতি বৎসর শীতকালে মাঘী পূর্ণিমায় ধারাবাহিক ভাবে হয়ে আসা এই মন্দিরকে কেন্দ্র করে ভূতনাথ পূজা ও মেলা হয়ে থাকে। এবং এই পূজা মাঘ মাসের একাদশী থেকে শুরু হয়ে পূর্ণিমা রাত পর্যন্ত  স্থায়ী হয়। পুজা ও মেলা অনেক পূর্বকাল থেকে হয়ে থাকায় এর জনপ্রিয়তা ও ভাবগাম্ভীর্য অনেক। মন্দিরের পূজার শেষ দিন আগত পুজারীর দেওয়া মান্নতের পাঠাঁ ও কবুতর বিক্রি হয়ে থাকে। আর মেলায় ঘর গেরস্থালির যাবতীয় পন্য বিক্রয় হয়ে থাকে। মূলত পূজা ও মেলাচলাকালীন সময়ে চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।